মানিকগঞ্জের আইটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৌ-ভ্রমণ

মানিকগঞ্জে আইটি ক্লাবের আয়োজনে নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে

মানিকগঞ্জের ফ্রিল্যান্সারদের প্রাণের সংগঠন আইটি ক্লাবের আয়োজনে গত শনিবার ১৩ আগষ্ট অনুষ্ঠিত হয়েছে নৌ-ভ্রমণ। বেউথা কালিগঙ্গা নদী হতে আইটি ক্লাবের শতাধিক সদস্যদের নিয়ে ট্রলারযোগে ঘিওরে হতে নৌ-ভ্রমণ করে বেউথা নদীর পারে চাপ কাবাব রেস্টুরেন্টে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এর মধ্যে ভিন্নরকম খেলা আয়োজন করা হয়। 

আইটি ক্লাবের সভাপতি সুজন ইসলাম জীবন এর সভাপতিত্বে বিকেল সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন,পি,আই ও এন পি আই ইউ বি এর পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় তিনি বলেন আইটি ক্লাব বেকারত্ব দূরিকরনে কাজ করে যাচ্ছে। একটি ফ্রিল্যান্সার শুধু তার পরিবার নয় সে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই ফ্রিল্যান্সারা পৃথিবীর যে কোন কম্পানীকে ছোট থেকে বড় করার হাতিয়ার। তাই আমাদের সকলকেই নতুন ফ্রিল্যান্সার তৈরি করতে সার্বিক সহযোগীতা করতে হবে। 

আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, ধলেশ্বরী হাউজিং লি: এর পরিচালক সায়েদুর রহমান সায়িদ, সাবেক জেলা নাজির ও অভিনেতা কে এম ফেরদাউস, ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক স্যাটেলাইন টেলিভিশ ডিবিসি নিউজের সাংবাদিক আশরাফ লিটন, আইটি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো: রতন মিয়া। 

নৌ-ভ্রমণে ক্লাবের সদস্যদের মাঝে র‌্যাফেল ড্র এবং আড্ডাসিটি ফুড ব্লগ এর ফুড চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয় এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *