৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে ৬ ও ৭ই মে দুই দিন ব্যাপি মানিকগঞ্জ কালেক্টরেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় মানিকগঞ্জ আইটি একাডেমি অংশগ্রহণ করে এবং বিজ্ঞানকে সামনে অগ্রসর করার লক্ষ্যে প্রজেক্ট উপস্থাপন করেন “ড্রোন প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষি” মূলত এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো কীভাবে কৃষিক্ষেত্রে কম খরচে অধিক ফসল ফলানো যায়। ড্রোনের মাধ্যমে কীভাবে কৃষকের শরীরের কোন ক্ষতি না করে কীটনাশক দেওয়া যায়, উচু ফল গাছে কীটনাশক দেওয়া ইত্যাদি।
উক্ত বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আইটি একাডেমির পরিচালক সুজন ইসলাম জীবন, ট্রেইনার রেদওয়ান খান, মার্কেটিং ম্যানেজার মো: রনি মিয়া, অফিস সহায়ক আসলাম মিয়া ও শাহীন মিয়া ও মানিকগঞ্জ আইটি একাডেমির ছাত্রদ্বয় নারগীজ আক্তার, আশরাফুল আলম, রাকিব আহমেদ, জামিল হোসেন, রুহুল আমিন, আবু লাইজ, মোহম্মদ দিপুসহ আরও অনেকে।
সকলেই উক্ত মেলায় অন্যান্য স্টলগুলো পরিদর্শন করেন এবং উক্ত অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ আইটি একাডেমিকে সনদ প্রদান করা হয়।