মানিকগঞ্জ আইটি একাডেমির ১৭তম ব্যাচের ছাত্রী তানজিয়া আক্তার ৬মাস মেয়াদী কোর্স চলাকালীন সময়ে ৫ম মাসে সে প্রথম ফাইবার মার্কেটপ্লেস হতে প্রথম $৫ ডলারের অর্ডার পায়। অর্ডার কমপ্লিট করার পর একই বায়ার হতে সে $৯০ ডলারের অর্ডার পায় এবং সুন্দরভাবে কাজটি ডেলিভারি দেয়।
কোর্স চলাকালীন সময়ে ইনকাম করার জন্য মানিকগঞ্জ আইটি একাডেমির পরিচালক সুজন ইসলাম জীবন স্যার তাকে সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড তুলে দেন।
সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেয়ে তানজিয়া আক্তার তার কাজ এবং কাজ পাওয়ার সময় কীভাবে কাজ করেছেন সেসম্পর্কে বিস্তারিত বলে সকলের কাছে দোয়া চান যেন সে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হতে পারে।





