১৩ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ আইটি ক্লাব এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় তিনি বলেন এই সরকারের আমলে কেউ বেকার থাকবে না । তাই ফ্রিল্যান্সিং এ কাজ করে শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে হবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা। তরুনদের ফ্রিল্যান্সিং করে নিজেদের পায়ে দাড়াতে হবে এবং নতুনদের আগ্রহী করে তুলতে হবে।
মানিকগঞ্জ আইটি ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক সুজন ইসলাম জীবন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন ঘরে বসে অনেক টাকা আয় করা যায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। আমাদেরকে আরো দক্ষ করে গরে তুলতে হবে তরুন সমাজকে। শিক্ষিত ছেলে/মেয়েদের প্রশিক্ষনের উদ্ভুত করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আইটি ক্লাব এর পরিচালক সজিব হোসেন, ধলেশ্বরী হাউজিং লিঃ এর পরিচালক সায়েদুর রহমান সাদিয়, ফ্রিল্যান্সার মাহমুদ সোহাগ, রেদুয়াদ খান, ইশিতা, জাফর আলম সহ আইটি ক্লাবের সকল সদস্য। সঞ্চালনা করেন মোঃ ওয়াসিন আহমেদ দ্বীপ। নিউজ : মৌটুসীর কথা