মানিকগঞ্জ আইটি একাডেমি থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে সফল মাহবুবা মাফি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ অনেক বড় হোক সেই প্রত্যাশায় তাকে “সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড” তুলে দেন মানিকগঞ্জ আইটি একাডেমির পরিচালক সুজন ইসলাম জীবন স্যার।
সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেয়ে, মাফি শুরুতেই ধন্যবাদ জানায় মানিকগঞ্জ আইটি একাডেমি ও আইটি একাডেমির রিচালক সুজন ইসলাম জীবন স্যারকে তাকে সফল হতে সাহায্য করার জন্য। তিনি জানায় ফাইবার মার্কেটপ্লেস হতে $৫৫০ ডলারের মত আয় করে এবং ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চান।
সবশেষে, সুজন ইসলাম জীবন স্যার আইটি একাডেমি সম্পর্কে ধারণা দেন যাতে নতুনরা জানতে ও শিখতে পারে।





