১২ ডিসেম্বর জাতীয়ভাবে দেশব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”।
মানিকগঞ্জে জেলা প্রশাসন এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়। সকালে পুস্পস্তবক অর্পণ করা হয় এর পর বর্ণাঢ্য র্যালি ও র্যালি পরবর্তি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহসীন মৃধা, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, এন, পি, আই এর পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, আইটি ক্লাবের সভাপতি সুজন ইসলাম জীবন সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও আইটি ক্লাবের সদস্যবৃন্দ।





